রবিবার ০৫ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

Mridul Bannerjee gets emotional

খেলা | বাংলায় সন্তোষ ফিরিয়েও ব্রাত্য, নরহরি-রবিদের নিয়ে আশাবাদী মৃদুল বিস্ফোরক, 'আমাকে ইচ্ছা করে ওরা বাদ দিয়েছিল'

KM | ৩১ ডিসেম্বর ২০২৪ ১৫ : ৩৪Krishanu Mazumder


কৃশানু মজুমদার: সাত বছর আগে তাঁর কোচিংয়ে সন্তোষ ফিরেছিল বাংলায়। বাংলার রিমোট কন্ট্রোল ছিল তাঁর হাতেই। তিনি মৃদুল বন্দ্যোপাধ্যায়। 

সেবারের ফাইনালে পাঞ্জাবতনয়ের গোলে গোয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা। তিনি মনবীর সিং। তার পরে গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে। মনবীর সিং এখন মোহনবাগানের সম্পদ। 

আর যাঁর হাত ধরে বাংলায় সন্তোষ ফিরল, সেই মৃদুল বন্দ্যোপাধ্যায় এখন কোথায়? ২০১৭ সালের পরে বাংলা আর সন্তোষ ট্রফি জিততে পারেনি। ফাইনালে উঠলেও শেষ হাসি তোলা ছিল না বঙ্গব্রিগেডের জন্য। এবার আবার আশা জাগিয়েছেন সঞ্জয় সেনের ছেলেরা। ট্রফির থেকে আর এক কদম দূরে। 

মঙ্গলবার সন্ধ্যায় হায়দরাবাদে সন্তোষ ট্রফির ফাইনাল খেলতে নামছেন নরহরি-রবিরা। সেই ফাইনালের দিকে তাকিয়ে বহু যুদ্ধের সৈনিক মৃদুল বন্দ্যোপাধ্যায়। আজকাল ডিজিটাল-কে তিনি বললেন, '' ২০১৭ সালে আমি একটা উদ্দেশ্য নিয়ে সন্তোষ ট্রফিতে গিয়েছিলাম। আমি সাফল্য নিয়ে এসেছিলাম। এবার সঞ্জয়  সেন একটা উদ্দেশ্য নিয়ে গিয়েছেন। ও সফল হবেই। বাংলা জিতে ট্রফি আনবে। গোটা দেশে বিজয়েকতন ওড়াবে বাংলা।'' 

নিজামের শহরে ফাইনালের বল গড়ানোর আগে মৃদুল নস্ট্যালজিক। আবার একই সঙ্গে তিনি অভিমানীও বটে। বাংলাকে সাফল্য এনে দেওয়ার পরেও তাঁকে কি ভুলে যাওয়া হল? অভিজ্ঞ কোচ বলছেন, ''কেন ভুলে যাবে আমাকে?'' 

সন্তোষ ট্রফি দিয়েছেন,বড় দুঃসময়ে তিনি সবুজ-মেরুনকে উতরে দিয়েছিলেন। আইএসএলে দিল্লি ডায়নামোজের সহকারী কোচ ছিলেন। বছর দুয়েক আগেও ইস্টবেঙ্গলের ম্যানেজার কাম সহকারী কোচ  ছিলেন তিনি। 

তবুও তাঁকে দেখা যায় না কোনও ক্লাবের কোচ হিসেবে? সন্তোষ ট্রফি জিতিয়েও বাংলার কোচ হিসেবে ডাকা হল না? 

গর্জে ওঠেন মৃদুল। বলেন, ''আমাকে ইচ্ছা করে বাদ দেওয়া হয়েছিল। আইএফএ থেকে বলা হয়েছিল আমার সঙ্গে নাকি যোগাযোগ করা সম্ভব হয়নি ওদের পক্ষে। দেড় মিনিট লাগে একজনের সঙ্গে যোগাযোগ করতে। আমার বাড়ি তো পাইকপাড়ায়। ইচ্ছা থাকলে আমার বাড়িতে এসে যোগাযোগ করা যেত। আমাকে ইচ্ছাকৃত ভাবে বাদ দেওয়া হয়েছিল। সন্তোষ ট্রফি জেতানোর পরেও আমার সঙ্গে এরকম করা হল। এতে খারাপ লাগবে না? তার পর থেকে আমার আর কোনও উৎসাহ নেই। আসল ঘটনা হল মৃদুল বন্দ্যোপাধ্যায় কোচ থাকলে ওরা নিজেদের পছন্দের প্লেয়ার ঢোকাতে পারবে না।'' 

ক্ষোভ উগরে দেন অভিজ্ঞ কোচ। কোনও ক্লাবের সঙ্গে তিনি এখন আর জড়িত নন। সকালে উঠে প্র্যাকটিস। তার পর সারা দিন টেলিভিশনের পর্দায় ফুটবল দেখেন। বিদেশি ফুটবল দেখে নিজেকে আপডেট করেন। মৃদুল বলছেন, ''কোনও ক্লাবে কোচিং না করালে কীভাবে বলব সক্রিয় ভাবে ফুটবলের সঙ্গে রয়েছি। একটা কথা আমি বলতে চাই, বাংলা চ্যাম্পিয়ন হবে। তিনটে ক্লাবের কর্তাদের কাছে হতাজোড় করে অনুরোধ করছি, বাঙালি প্লেয়ারগুলোকে দেখবেন। ওরা যেন সুযোগ পায়। ওদের ভবিষ্যৎ যেন নষ্ট না হয়।'' 

কিংবদন্তি কোচ অমল দত্তকে অনুসরণ করেন। কোচিং করানোর ক্ষেত্রে নেই কোনও বাছবিচার। দ্রুত কোচিংয়ে ফিরতে চান মৃদুল। বলছেন, ''কলকাতার তিন ক্লাব তো আমাদের নিয়ে চিন্তিত নয়। ভিনরাজ্যের কোচেদের নিয়েই ওদের বেশি চিন্তা। সে যাই হোক, ওদের ব্যাপার ওরা বুঝুক। তবে বাঙালি ছেলেগুলোকে যেন ওরা দেখে।'' 

অভিমান ঝরে পড়ে মৃদুলের কথায়। টাইমমেশিনের সাহায্য না নিয়ে সাত বছর আগের এক ফাইনালে ফিরে যান তিনি। স্মৃতিরোমন্থন করে বলছিলেন, ''মনবীর-বসন্তরা মহমেডানে ছিল। আমিই ওদের বাংলা দলে নিয়ে এসেছিলাম। আমার পরিকল্পনার সফল রূপায়ণ ওরা করেছিল মাঠে নেমে।'' 

আজ সন্ধ্যায় তাঁর চোখ থাকবে টেলিভিশনের স্ক্রিনে। নরহরি শ্রেষ্ঠা-রবি হাঁসদার জন্য একবুক শুভেচ্ছা জানাচ্ছেন। না থেকেও তাঁর মনপ্রাণ যে পড়ে থাকবে নিজামের শহরে, তা বলে দেওয়াই যায়। প্রিয় বাংলার খেলা দেখতে দেখতে মৃদুলের চোখে  ভেসে উঠবে সাত বছর আগের সোনালী সেই সন্ধ্যার স্মৃতি। 

 

 


#MridulBannerjee#SantoshTrophy#FormerBengalCoach



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

শুধু বুমরা নির্ভর হলে চলবে না, ভাল টেস্ট দল হওয়ার মন্ত্র শোনালেন গম্ভীর ...

প্রেসিডেনশিয়াল মেডেল নিতে গেলেন না মেসি, কী বিবৃতি জারি করল হোয়াইট হাউস?...

অস্ট্রেলিয়ায় বিপর্যয়ের পরে বিরাট-রোহিতদের ঘরোয়া ক্রিকেট খেলতে বললেন গুরু গম্ভীর, মহাতারকারা কি শুনবেন তাঁর কথা?...

সিডনিতে শেষ ভারতের স্বপ্ন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথমবার নেই টিম ইন্ডিয়া ...

পকেট খালি, সিডনি টেস্টে ফিল্ডিং করার সময় দর্শকদের এ কীসের ইঙ্গিত বিরাট কোহলির?...

যত কাণ্ড কেপটাউনে, জ্যানসেনের নো বলে ফিরল আমিরের স্পট ফিক্সিং কাণ্ডের ভূত...

সন্তোষ জয়ী বাংলা দলকে সংবর্ধনা চেতলা অগ্রণীর, ঘোড়ার গাড়িতে চেপে রাজপথে ঘুরলেন রবি হাঁসদারা ...

'অজিদের প্যান্ট খুলে দিয়েছে', সিডনিতে পন্থের দাপট দেখে কামিন্সদের খোঁচা বিশ্বজয়ী তারকার ...

ভারত-পাকিস্তান টেস্ট যুদ্ধের ভেন্যু স্থির করে দিলেন ভন, কোন দেশের কথা বললেন প্রাক্তন ক্রিকেটার? ...

কলকাতায় হচ্ছে না, গুয়াহাটিতে হতে পারে আইএসএলের ফিরতি ডার্বি...

আইএফএর উদ্যোগে নদীয়া জেলায় তিনটে বয়সভিত্তিক অ্যাকাডেমি ...

অনবদ্য রক্ষণ, বছরের শুরুতে পয়েন্ট নিয়ে ফিরছে মহমেডান ...

প্রক্রিয়া শুরু, পুলিশে চাকরি পাচ্ছে বাংলার সন্তোষ জয়ী ফুটবলাররা ...

৫০০ নট আউট, কী এমন রেকর্ড গড়লেন করুণ নায়ার? জানলে অবাক হবেন...

চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিতের বদলে দলকে নেতৃত্ব দেবেন এই ক্রিকেটার? অবাক করা তথ্য ফাঁস...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



12 24